ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল শেবাচিমে আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৭, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: বরিশাল শেবাচিমে আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে শেবাচিমে ১০৮ জন সহ বিভাগে ১৪৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শেবাচিম হাসপাতালের শুক্রবারের দৈনন্দিন রিপোর্টে এই তথ্য জানা গেছে। এদিকে, হাসপাতালে কমেছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা।

হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় দু’জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে শেবাচিমে ১০৮ জন সহ বিভাগে ১৪৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

 

এদিকে, গত বৃহস্পতিবার শেবাচিমে চিকিৎসাধীন ছিলেন ১৪২ জন রোগী। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী গত বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলেন ১৩৬ জন ডেঙ্গু রোগী।