ঢাকাসোমবার , ২২ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ধর্মঘট বাস চলাচল বন্ধ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: বরগুনায় ধর্মঘট বাস চলাচল বন্ধ

বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে দূরপাল্লার বাসসহ সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক ও শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছে এ রুটের যাত্রীরা।

সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ একেএম মিজানুর রহমান প্রতিদিনের বাংলোদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।বরগুনার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে প্রতিদিন তিন শতাধিক বাস চলাচল করে। সকাল থেকেই যে বাস সড়কে চলাচল করার কথা, সারিবদ্ধভাবে তা থামিয়ে রাখা হয়েছে টার্মিনালে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে রবিবার রাতে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের কার্যালয়ে হামলার শিকার হন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ছগীর। এ সময় ভাঙচুর করা হয় কার্যালয়টি। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সকাল থেকে বরগুনার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন সংশ্লিষ্টরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

যাত্রী বিপুল চন্দ্র বলেন, ‘আমার মা খুবই অসুস্থ। বরিশাল হাসপাতালে ভর্তি আছেন। আমি সকালে বরিশালের উদ্দেশে রওনা দিয়ে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস চলাচল বন্ধ। এখন আমি কীভাবে বরিশালে যাব, বুঝতে পারতেছি না। বাসে বরিশাল যেতে ৩ ঘণ্টার মতো সময় লাগে, ভেঙে ভেঙে যেতে অনেক সময় লাগবে। কী আর করার কষ্ট হলেও যেতে হবে। তবে আমাদের দাবি, আজকের মধ্যে বাস চলাচল স্বাভাবিক করা হোক।’

যাত্রী সোলায়মান বলেন, ‘বাস চলাচল বন্ধ আমরা জানি না। বাড়ি থেকে এসে ভোগান্তিতে পড়েছি। জরুরি কাজের জন্য বরিশাল যেতে হবে। কষ্ট করে অন্য উপায়ে যেতে হবে। যাত্রীদের জন্য এটা খুবই ভোগান্তির বিষয়।’ সংগঠনটির সভাপতি বলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জোমাদ্দারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত চলবে এই ধর্মঘট।’

তবে এ বিষয়ে ইমাম হাসান শিপন জোমাদ্দারের বক্তব্য পাওয়া যায়নি। ওসি একেএম মিজানুর রহমান বলেন, ‘সংগঠনের সাধারণ সম্পাদকের ওপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে সকাল থেকে বরগুনার সব রুটে শুরু হয়েছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এদিকে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, এ ঘটনায় অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত চলবে ধর্মঘট।’