ঢাকাসোমবার , ২৯ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৯, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

রাজিব তাজ  :: মেহেন্দিগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বেগবান করতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে জনসাধারণের মাঝে পৌছে দিতে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম।

বেলা তিনটার দিকে মেহেন্দিগঞ্জ থানায় আগমন করলে গার্ড অব অনারের অভ্যর্থনা জানানো হয় এবং পরবর্তীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেন্দিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, মেহেন্দিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ ও চৌকিদারগণ।

এছাড়া উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সাংবাদিকবৃন্দ।

এ সময় চেয়ারম্যানরা পৃথক পৃথক বক্তব্যে নিজ নিজ ইউনিয়নের সমস্যা ও উপজেলার সমস্যার কথা উল্লেখ করে নানান ধরনের পরামর্শ ও সম্ভাবনার কথা বলেন । ০৫ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ বলেন, মেহেন্দিগঞ্জের আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সাধারণ জনগণ সন্তুষ্ট এবং আমরা জনপ্রতিনিধিরা যথেষ্ট আস্থাশীল। মেহেন্দিগঞ্জ নদীবেষ্টিত হওয়ার কারনে ইচ্ছে থাকলেও হয়তো অনেক কিছু সম্ভব হয়ে উঠে না, কিন্তু অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক যোগদানের পর থেকে আশানুরূপ ফল পাচ্ছে মেহেন্দিগঞ্জ আপামর সাধারণ জনগণ।

পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর মেহেন্দিগঞ্জের রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের কথা উল্লেখ করে বলেন, আমর যারা রাজনীতি করি, যারা সাধারণ জনগণের সাথে মিলেমিশে কাজ করি, আমাদের যেনো কাজ করতে বাধা প্রধান না করা হয়, এবং প্রফুল্ল চিত্তে কাজ করতে দেওয়া হয়, এছাড়াও মেহেন্দিগঞ্জের সাধারণ জনগণের কথা মাথায় রেখে এবং অসুস্থ রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিতে পারে সেজন্য স্পীড বোট দাবী করেন এবং মেহেন্দিগঞ্জে মাদক নির্মূল করতে নতুন নতুন সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আহবান করেন।

 

মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুল বারী খোকন বলেন, নিরীহ মানুষ যেনো নিরাপত্তা পায়, মাদক সেবন ও বিক্রয় অনেকাংশে কমে আসছে, তবে যুব সমাজকে রক্ষার্থে মাদক নির্মূল করতে হবে।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নজরুল ইসলামের বক্তব্যের জের ধরে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম বলেন, মেহেন্দিগঞ্জের কোন মুক্তিযোদ্ধা মৃত্যুবরন করলে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ নিজ ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন। এবং নজরুল ইসলাম দরিচর খাজুরিয়ায় অস্থায়ী পুলিশ ফাড়ির দাবী করেন।

এছাড়াও বক্তব্যে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার শাহে আলম বয়াতি বলেন, আমরা যদি সবাই ভালো হই, তাহলে মেহেন্দিগঞ্জের সবাই ভালো থাকবে। আমরা এখানে যেমন ভাই ভাই হিসেবে পাশাপাশি বসে আছি, রাজনৈতিক মাঠেও যেনো এভাবে পাশাপাশি ভাই ভাই হিসেবে থেকে সাধারণ জনগণের সেবা করতে পারি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান বলেন, পুলিশের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তবে নির্বাচনের পূর্বে কিছু কিছু বিশৃঙ্খলা হয়েছে, কারো কারো অর্থনৈতিক ক্ষতি হয়েছে, গায়ে হাত তুলেছে, তবে যতটুকু ধারনা করা হয়েছে, সেই তুলনায় মেহেন্দিগঞ্জের প্রশাসনের কঠোর হস্তক্ষেপের কারনে তার কিছুই হয় নি। তবে বিগত দিনে কি হয়েছে তা নিয়ে টানাহেঁচড়ার না করে, আজ যা হয়েছে, তা যেনো আগামীকাল আর না হয়, এভাবেই যেনো শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, সেই আহবান সবার প্রতি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন, নন পলিটিক্যাল বিষয় কে পলিটিকাল বিষয়ে রুপান্তর করা, পারিবারিক ইস্যু কে রাজনৈতিক ইস্যুতে রুপান্তর করা, আমাদের এসব অভ্যাস গুলো পরিবর্তন করতে হবে। যেকোন খুটিনাটি ও ছোটখাটো বিষয় গুলোকে এলাকা পর্যায়ে মিমাংসার চেষ্টা করতে হবে।

উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুল ইসলাম বিপিএম বলেন, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখে চলতে হবে আমাদের সবাইকে, রাষ্ট্রের ঊর্ধ্বে আমরা কেউ না, দেশের ঊর্ধ্বে আমরা কেউ না। এছাড়াও ওয়াহিদুল ইসলাম আরো বলেন, মাদকের ব্যাপারে সবাইকে বলা আছে, আপনারাও যেকোন তথ্য পেলে বলবেন, পুলিশ প্রশাসন যেনো দ্রুত ব্যবস্থা নিতে পারে এবং আরো বলেন, ইভটিজার, মাদকাসক্ত, দূর্নীতিবাজের কোন স্থান নেই এই দেশে। এই দেশে কে বাংলা ভাই, কে ইংলিশ ভাই? আইনের ঊর্ধ্বে কেউই না।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোঃ রেজওয়ানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ মেহেদি হাসান, সহকারী পুলিশ সুপার ও মেহেন্দিগঞ্জ সার্কেল জি এম মাজহারুল ইসলাম।