ঢাকাসোমবার , ২৯ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আরও ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৯, ২০২৪ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ওই তিন ইটভাটা থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট সানজিদা রিকতা।

জানা গেছে- অবৈধ ইটভাটা বিরোধী অভিযানে পূর্ব বাগদিয়া গ্রামের পান্ডব নদীর তীরে গড়ে ওঠা অবৈধ ড্রাম চিমনি ইটভাটা এ ওয়ান ব্রিকস, বঙ্গ ব্রিকস ও মৃধা ব্রিকস ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সঙ্গে থাকা ফায়ার সার্ভিসের টিম কাচাঁ ইট পানি দিয়ে নষ্ট করে দেয়। এ সময় ওই তিন ইটভাটাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এই ভ্রাম্যমান অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন।