নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় ট্রলি-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১
বরগুনার বামনায় ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাথরঘাটা মহাসড়কের কাকচিড়ার গুদিঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম আকলিমা বেগম (৪৫)।
তিনি উপজেলার ডৌয়াতলা গ্রামের দুবাইপ্রবাসী আলী আকবর খানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হত্যা মামলায় বর্তমানে বরগুনা জেলহাজতে রয়েছেন। তাঁকে জেলগেটে দেখতে শনিবার সকাল ৭টার দিকে চারটি অটোরিকশায় করে ডৌয়াতলা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বরগুনার উদ্দেশে রওনা হন। এ সময় দুর্ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই আকলিমা বেগম মারা যান। আর আহত হন আরো চারজন।
এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, বামনা হাসপাতালে মরদেহ নিয়ে আসার পর আমরা ঘটনাস্থলে গিয়ে দেহের সুরতহাল সংগ্রহ করেছি।