ঢাকাশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতা আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ আল-বাড়ি।

এর আগে, মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন মিল্টন ও নগরের ১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বেল্লাল হোসেন।জানা গেছে, গত মঙ্গলবার বরিশাল বিএনপির দলীয় কার্যলয় এলাকায় কালো পতাকার একটি মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। পরে বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দু’জনকে গ্রেফতার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সদর রোডে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।