ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪

বরিশালে পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বরিশালে শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় পিঠা উৎসব ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে নগরীর বান্দ রোডের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে তিন দিনব্যাপি আয়োজিত পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মো. ওয়াহিদুল ইসলাম এবং কবি তপংকর চক্রবর্তী। অনুষ্ঠানে পিঠা উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।