ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪

বরিশালে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রেজা আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রেজা আটক

বরিশাল নগরীতে কাউনিয়া থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ রেজা (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে কাউনিয়া বিসিক রোড থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ রেজা নগরীর কেডিসির রাজ্জাক স্মৃতি কলোনীর জামাল মীরের ছেলে।

এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের (এস আই) সামসুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া বিসিক রোডে থানার একটি আভিযানিক টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোহাম্মদ রেজার নিজ হেফাজতে থাকা ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক মাদক ব্যবসায়ী মোহাম্মদ রেজার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, কাউনিয়া বিসিক রোড থেকে মোহাম্মদ রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে আটক করা হয়েছে।