ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর ২২ জায়গায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৮, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীর ২২ জায়গায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস

রাজধানীতে দিনভর চলা রাজনৈতিক আন্দোলনের সহিংসতায় ২২ জায়গায় অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এরমধ্যে ১২ জায়গার আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। বাকি জায়গায় ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়নি।

শনিবার (২৮ অক্টোবর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এতথ্য জানান।

 

তিনি বলেন, বিকেল ৫টায় শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নিনির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা। তারা অগ্নিনির্বাপণ কর্মীদের মারধর করেন। এসময় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ও একজন ড্রাইভার আহত হন। তারা হলেন খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম ও একই স্টেশনের ড্রাইভার শরিফুল ইসলাম। হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা স্টেশনে ফেরত গেছেন।