নিজস্ব প্রতিবেদক :: বরিশালে একই পরিবারের একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম।
বরিশাল বিমানবন্দর থানাধীন ছয় মাইল এলাকায় পাওনা টাকা কে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে দাশের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হল ওই এলাকার মৃত দিলিপের ছেলে পার্থ দাস এবং পার্থর মেয়ে চন্দ্রিমা দাস এবং পার্থর মা সবিতা রানী দাস।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত পার্থ জান, পার্থর কাছে প্রতিপক্ষ মাছ ব্যবসায়ী রিপন ২০০ টাকা পায়।
২০০ টাকার জন্য ঘটনার দিন বিকেলে রিপন ও তার সহযোগীরা পার্থ ও তার পরিবারকে মা বাপ তুলে অশ্লীল ব্যবহার করে।
প্রতিবাদ করতে গেলে রিপন ও তার সহযোগী মিলন ,তপন সহ কয়েকজন পার্থের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় পার্থের ডাক চিৎকারে মেয়ে চন্দ্রিমা ও মা সবিতা রানী আসলে তাদেরকে শ্লীলতাহানি সহ এলোপাতাড়ি ভাবে মারধর করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল মেডিকেলে ভর্তি করেন।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ রিপন ও তপন হাসপাতালে নাটকীয় কাদায় ভর্তি হয়।
এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।