ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

পারভেজ :: বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে শর্টপিচ টেষ্ট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডে ধানগবেষনা সুপার কিং এর উদ্যাগে ২১ শে ফেব্রুয়ারী ধানগবেষনা রোডস্হ পাকার মাথা সংলগ্ন ইসলামিয়া লেনবালুর মাঠে বুধবার সারাদিন ব্যাপি টেস্ট ক্রিকেট খেলার আয়োজন করা হয়।

এই টেস্ট ক্রিকেট ম্যাচে ২ টি দল অংশ গ্রহণ করে,
এ দল যার অধিনায়কত্ব করেন মেহেদী হাসান এবং
বি দল যার অধিনায়কত্ব করেন এনামুল হক সজিব।

১ম ইনিংসে এ দল টসে জিতে ব্যাটিং করে ১২২ রানে অলআউট হয়,দলের হয়ে সর্বোচ্চ রান করে নাহিদ ৬৯ এবং বি দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এনামুল হক সজিব।জবাবে ১ম ইনিংসে ১৯৯ রান সংগ্রহ করে বি দল, সর্বোচ্চ রান সংগ্রহ করে তুহিন ১৩৩। এ দলের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট সংগ্রহ করেন মেহেদী।২য় ইনিংসে এ দল ১৪৫ রান সংগ্রহ করে এতে বি দলের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৬৭রানে।কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ২য় ইনিংসে ব্যাট করতে নামতে না পারায় উভয় দলের সবার সম্মতিতে খেলাটি ড্র হিসেবে গন্য করা হয়।

 

আয়োজক কমিটির সভাপতি এনামুল হক সজিব বলেন, অত্র এলাকায় প্রতি বছরেই এই খেলা আয়োজন করা হয় এবং প্রতি বছরেই এই ধারাবাহিকতা চলমান থাকবে ইনশাআল্লাহ।