ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩

রাজধানীর পল্টনে ‘বিএনপি কর্মীকে’ অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৯, ২০২৩ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীর পল্টনে ‘বিএনপি কর্মীকে’ অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু।

রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শামীম মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

শামীম মিয়া কুমিল্লার মেঘনা থানার পারাবন গ্রামের ইউসুফ মিয়া ছেলে। তিনি মুগদা মানিকনগর এলাকার ৭৭ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শামীম মিয়া বিএনপির কর্মী ছিলেন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই নুর মোহাম্মদ।

 

এ বিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, বিএনপির কার্যালয়ের সামনে ওই ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই শাহ আলম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।