ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০২৩

বরিশালে আওয়ামী লীগে যোগ দিয়ে সদস্য ফরম পূরণ করেন বিএনপির ১১ নেতা

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৩০, ২০২৩ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: বরিশালে আওয়ামী লীগে যোগ দিয়ে সদস্য ফরম পূরণ করেন বিএনপির ১১ নেতা।

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগে যোগ দিয়েছেন ১১ জন কলেজ শিক্ষক। যারা এর আগে বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা।

 

তিনি জানান, রোববার (২৯ অক্টোবর) ১১ জন কলেজ শিক্ষক শান্তি সমাবেশে অংশ নেন। তারা লিখিত আবেদন ও প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আওয়ামী লীগে যোগদান করেন।

আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপি নেতারা হলেন, উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জাকির, ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও একই কলেজের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব, বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, সহকারী অধ্যাপক মো. সামসুল হক, উপজেলা মহিলা বিএনপির সহসভাপতি ও কলেজের সহকারী অধ্যাপক শাহানাজ খানম, সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক কাজি আলী হায়দার, প্রদর্শক (শিক্ষক) মো. মিজানুর রহমান ও হিসাবরক্ষক মো. মিজানুর রহমান আওয়ামী লীগে যোগদান করেন।

 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।