ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের ২ নেতা নিহত

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৩১, ২০২৩ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বাসচাপায় যুবদলের ২ নেতা নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দুশী এলাকায় তাজমহল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন দেলোয়ার হোসেন (৪০) ও ইরফানুল হক মানিক (৪৫)।

জানা গেছে, দেলোয়ার হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্যসচিব ও ইরফানুল হক মানিক সদর দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়া বাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসাইন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা থেকে ফেনীগামী যমুনা পরিবহনের একটি বাস একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই মোটরসাইকেলে থাকা দেলোয়ার ও মানিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ দুটি নিয়ে গেছেন।