
নিউজ ডেস্ক :: পাহাড়ের ঘটনা নিয়ে বিএনপির ইস্যু খোঁজার মতলব ব্যর্থ: কাদের
কুকি চিনের ঘটনা পুরো পাহাড়ের শান্তি বিঘ্নিত করতে পারবে না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তাদের বিরুদ্ধে সরকার সর্তক ও শক্ত অবস্থান নিয়েছে- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, পাহাড়ের ঘটনা নিয়ে বিএনপির ইস্যু খোঁজার মতলব ব্যর্থ হবে। তাদের আন্দোলনের সক্ষমতা নেই। খালেদা জিয়ার আইনি লড়াইয়েও ব্যর্থ তারা। তাদের এই ব্যর্থতার দায়ভার সরকারের নয়। এ সময় খালেদা জিয়ার বিচার নিয়ে বিএনপি কালক্ষেপণ করছে বলেও অভিযোগ করে তিনি বলেন তার বর্তমান অবস্থার জন্য বিএনপিই দায়ী।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত করে দেয়া হয়েছে। এমপি বা মন্ত্রীরা কোথাও কোনো প্রভাব বিস্তার করবে না। প্রশাসন নিরপেক্ষ থাকবে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর যদি কেউ দলীয় নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।


 

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                                                            