নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার কেউ নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে না : এসএম জাকির।
বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন বলেছেন, আমি আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে বরিশাল সদর উপজেলার কেউ নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে না ইনশাল্লাহ। রাস্তাঘাট তৈরিসহ সদর উপজেলার যে যে স্থানে এখনো উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি সেসব স্থানে সকালকে সাথে নিয়ে উন্নয়ন করা হবে।
রবিবার বিকেলে সাড়ে ৫ টায় টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে মোল্লা বাড়ি এলাকায় গনসংযোগকালে এসব কথা বলেন এসএম জাকির হোসেন।
তিনি বলেন, আমার কাছে ধনী-গরীব কোন ভেদাভেদ নেই, সদর উপজেলার প্রতিটি মানুষই সমান। সকলকে সাথে নিয়ে সদর উপজেলাকে উন্নয়নে মাধ্যমে ঢেলে সাজাতে আমি কাজ করতে চাই।
এসএম জাকির বলেন, ভোট একটি আমানত আপনার যাকে ভালো মনে করবেন যাকে দিয়ে বরিশাল সদরের উন্নয়ন হবে তাকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি বড় বড় কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী মুখে বড় কথা না বলে আমি কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই আমি বরিশাল সদরের জন্য কি কি করব।
এর আগে চরমোনাই ইউনিয়নের রাজারচর গাজী বাড়িতে বিবাহ অনুষ্ঠান শেষে স্থানীয় মুরুব্বিদের মতবিনিময় করেন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক এস এম জাকির হোসেন।
এ সময় চরমোনাই ইউনিয়নের ইউপি সদস্য শাকিল রাঢ়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।