নিজস্ব প্রতিবেদক :: কাউখালীতে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হল রুমে ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে *ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা * শীর্ষক আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। আলোচনা সভাশেষে মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ শহিদুল ইসলাম। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কাউখালী উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।