ঢাকাবুধবার , ৮ মে ২০২৪

ভিমরুলের আক্রমণে মুহূর্তে ফাঁকা ভোট কেন্দ্র, ৪ পুলিশসহ আহত ৩৫

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ৮, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ভিমরুলের আক্রমণে মুহূর্তে ফাঁকা ভোট কেন্দ্র, ৪ পুলিশসহ আহত ৩৫

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দফায় দফায় ভীমরুলের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে কেন্দ্রে উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ আশপাশের এলাকার বাসিন্দারা। এ সময় ভীমরুলের আক্রমণে পুলিশসহ প্রায় ৩৫ জন আহত হয়। বুধবার (৮ মে) দুপুরে দুই দফায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, প্রথম দফায় দুপুর ১টার দিকে মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ দিক থেকে একঝাঁক ভীমরুল কেন্দ্রে ভোট দিতে আসা নারী-পুরুষসহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের আক্রমণ করে। হঠাৎ এমন আক্রমণে সবাই দিশেহারা হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকে। মুহূর্তে ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়। অনেকেই খড় জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে আত্মরক্ষা করেন। প্রায় ২০ মিনিট পর ভীমরুলের ঝাঁক অন্যত্র চলে যায়। এর পর দ্বিতীয় দফায় দুপুর ২টা ৩০ মিনিটে ভীমরুলের ঝাঁক ভোটকেন্দ্রে আবারও আক্রমণ চালায়। এ সময় বেশ কয়েকজন আহত হন।

ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের এসআই (নিরস্ত্র) আবু তাহের জানান,‌ ভীমরুলের আক্রমণে ৪ পুলিশ সদস্য ও ২ জন আনসার সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুজন পুলিশ সদস্যদের অবস্থা বেশ খারাপ হলেও তারা দায়িত্ব পালন করেছেন।

মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. মামুন সরকার জানান, ভীমরুলের আক্রমণে তার কেন্দ্রে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশের ৪ জন, আনসার সদস্য ২ জন ও স্থানীয় ২ জন‌ শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় মো. ছানোয়ার ও মো. ছলিমুল্লাহ নামে দুজনের অবস্থা গুরুতর। এই দুজনসহ মোট ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সাময়িকভাবে ভোটকেন্দ্রে কিছুটা অসুবিধা হলেও কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।