ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে কোটা সংস্কার আন্দোলন : বিএম কলেজে ছাত্রলীগ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১০

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৬, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কোটা সংস্কার আন্দোলন : বিএম কলেজে ছাত্রলীগ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১০।

 

বরিশালে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১টার দিকে সরকারি বিএম কলেজের প্রধান গেটের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা ও বিএম কলেজের ছাত্রলীগরা মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাঠিসোঁটা ও ইটপাটকেল ছোঁড়া হয়।

এতে দুই পক্ষের ১০ জন আহত হয়। এ ঘটনায় একজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত এক শিক্ষার্থী।তারা জানান, সকালে আমাদের পূর্ব কর্মসূচি হিসাবে আমারা বি এম কলেজ থেকে কিছু ছাত্র ছাত্রীরা নগরীর নথুল্লাবাদের দিকে যাচ্ছিল মহাসড়ক অবরোধের জন্য। তখনি কিছু ছাত্রলীগ ধারী পরিচয় দিয়ে আমাদের ক্যাম্পাস থেকে যেতে যেতে দিচ্ছে না।

তখনি আমাদের নতুল্লাবাদে অবরোধ চলাকালীন অন্য ছাত্ররা এই সংবাদ জানতে পেরে কলেজ ক্যাম্পাসে ছুটে আসলে ছাত্রলীগ ধারীরা আরো উত্তেজিত হয় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপরে হামলা করে।এতে আমাদের একাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ সেখান থেকে মিছিল নিয়ে একটি ভবনে ফিরে যায়।

 

তবে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কাউকে হামলা করেনি, শিক্ষার্থীরা উল্টো তাদের ওপর হামলা করেছে। এতে ছাত্রলীগের ২ জন আহত হয়েছেন।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার এবং ঢাকায় এবং বরিশালে আন্দোলনকারীদের ওপর হামলার বিচার ও মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে অনির্দিষ্টকালের জন্য বরিশাল ঢাকা ও কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে দেয়া হবে বলে হুমকি দেন আন্দোলনকারীরা।