
নিউজ ডেস্ক :: গণপূর্ত অধিদপ্তরের পাঁচজন প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের একজন স্থপতিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থি ও ‘অসদাচরণ, পলায়ন অভিযোগে ছয়জনকে বরখাস্ত করা হয়। পৃথক প্রজ্ঞাপন জারি করে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বুধবার (৩০ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, মনিরুজ্জামান মনি উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), আবদুল্লাহ আল মামুন উপ-বিভাগীয় প্রকৌশলী(ই/এম), রাহানুমা তাজনীন উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), ফারহানা আহমেদ নির্বাহী প্রকৌশলী (ই/এম), মফিজুল ইসলাম সহকারী প্রকৌশলী (সিভিল), শিরাজী তারিকুল ইসলাম সহকারী স্থপতি। তাদের বিরুদ্ধে রুজুকৃত অভিযোগ বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় সরকারি কর্ম কমিশনের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামে স্বাক্ষরিত চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।
যে কারণে চাকরিচ্যুত করা হলো তাদের
উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মনিরুজ্জামান মনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল প্রোগ্রামে অংশ নিয়ে ছুটি শেষে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর কর্মস্থলে ফিরে না আসায় চলতিবছরের ২১ এপ্রিল তাকে বরখাস্ত করা হয়।
আবদুল্লাহ আল মামুন পিএইচডি শিক্ষার প্রেষণ শেষে ২০২৩ সাল থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে চলতিবছরের ১৫ মে তাকে বরখাস্ত করা হয়েছে।
রাহানুমা তাজনীন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াইয়োমিং থেকে পড়াশোনা শেষে ছুটি শেষে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকেও বরখাস্ত করা হয়েছে। তাকে বরখাস্ত করা হয় চলতি মাসের ২ জুলাই।
ফারহানা আহমেদ কানাডার রায়ারসন বিশ্ববিদ্যালয়ে কোর্স শেষে কর্মস্থলে না ফিরায় বরখাস্ত করা হয় চলতি মাসের ৮ জুলাই।
মফিজুল ইসলাম প্রেষণোত্তর অনুপস্থিতির কারণে চলতি মাসের ২৭ জুলাই চাকরিচ্যুত করা হয়েছে।
এছাড়া শিরাজী তারিকুল ইসলাম ২০২২ সালের ১২ মে থেকে অনুপস্থিত থাকায় তাকে বরখাস্ত করা হয় গত ২১ মে তারিখে।
জানা গেছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায়, সরকারি কর্ম কমিশনের মতামতের ভিত্তিতে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি দায়িত্বে অবহেলা বা নিয়ম লঙ্ঘনের বিষয়ে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতিতে অটল। জনস্বার্থে সুশাসন প্রতিষ্ঠায় এই ধরনের ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।