
নিউজ ডেস্ক :: পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করে আবারও আলোচনায় ফিরেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে বল হাতে জ্বলে উঠে বাংলাদেশকে এনে দিয়েছিলেন গুরুত্বপূর্ণ দুই জয়। তার সেই পারফরম্যান্সের পুরস্কারও মিলেছিল দ্রুত- আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়ে ঢুকে পড়েছিলেন সেরা দশে।
তবে সেই সুখ বেশিদিন টিকল না। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিশ্রামে থাকার খেসারত দিতে হলো র্যাঙ্কিংয়ের অবনতি দিয়ে। তিন ধাপ পিছিয়ে মোস্তাফিজ এখন অবস্থান করছেন ১২ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৬৪৬।
অবনতি আরও কয়েকজনের
মোস্তাফিজের মতোই র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন আরও কয়েকজন বাংলাদেশি বোলার।
শেখ মেহেদী হাসান এক ধাপ পিছিয়ে এখন ১৭ নম্বরে।
তাসকিন আহমেদ নেমে গেছেন ২৮ নম্বরে।
তানজিম হাসান সাকিব আছেন ৩৮ নম্বরে, তিনিও এক ধাপ পিছিয়েছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে হৃদয় সেরা
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে রয়েছেন তাওহিদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বর্তমানে অবস্থান করছেন ৩৯ নম্বরে। অন্যদিকে, তানজিদ তামিম শেষ ম্যাচে ব্যর্থ হওয়ায় ৫ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন।
সিরিজ জয় সত্ত্বেও শেষ ম্যাচে কিছু তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত র্যাঙ্কিংয়ের দিক থেকে নেতিবাচক প্রভাব ফেলেছে। মোস্তাফিজের মতো একজন পারফরমার যদি ধারাবাহিকভাবে খেলেন ও ভালো করেন, তাহলে ফের শীর্ষ দশে ফেরা সময়ের ব্যাপার মাত্র।