নিজস্ব প্রতিবেদক :: ইয়াবা সেবন নিয়ে দ্বন্দ্ব : অন্তঃসত্ত্বা নারী সহ আহত, ৩
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইয়াবা সেবন করা কে কেন্দ্র করে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের তিনজনকে হত্যার চেষ্টা কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের খারিমা গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে জসিম ডাক্তার, জসিমের অন্তঃসত্তা স্ত্রী মাহফুজা বেগম ও ছেলে তামিম হোসেন। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত জসিম জানান, জসিমের মাদ্রাসা পড়ুয়া ছেলে তামিমকে পার্শ্ববর্তী মকবুলের ছেলে জিহাদ, লিটনের ছেলে মান্না, সাহেব আলীর ছেলে জয় সহ কয়েকজন জোরপূর্বক ইয়াবাসাবণ করতে বাধ্য করে। বিষয়টি তামিমের বাবা জসিম জানতে পেরে তামিমের উপরে অনেক শাসন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার রাত সাড়ে আটটার দিকে সাহেব আলী মৃধা ও তার ভাই আশ্রফ মৃধা ও তার ছেলে জয় এবং মকবুলের ছেলে জিহাদ ও লিটনের ছেলে মান্না এরা রাতে জসিমের বাসায় গিয়ে তামিমকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।এ সময় তামিমের বাবা জসিম ও মা মাহফুজ আসলে তাদেরকেও পিটিয়ে কুপিয়ে আহত করেন জিহাদ সহ অন্যান্য সহযোগীরা।
আহত জসিম আরো জানান, হামলাকারীরা এলাকার বখাটে সন্ত্রাসী, এরা কাউকে ভয় করে না, নিয়ম কানুন তোয়াক্কা করে না, এদের বিরুদ্ধে প্রশাসন যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হয়,তার দাবি করছেন জসিমের পরিবার।
এই ঘটনায় দশমিনা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।