ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সাবেক ৫জন কাউন্সিলরের জামিন না-মঞ্জুর

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২১, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর আসনের সাবেক এমপি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এর জামিন না-মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাহিদ ফারুক শামীমকে হাজির করা হলে বিচারক জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল আমিন ওই আদেশ দেন। অপরদিকে নগরের চৌমাথা এলাকায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা আরও একটি মামলায় শামীমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটের মামলায় সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে আজ দুপুরে আদালতে হাজির করা হলে দুটি মামলায় জামিন না-মঞ্জুর করেন বিচারক। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর জিআরও এনামুল হক।

 

অপরদিকে একই সময় সাবেক ৫জন কাউন্সিলরের জামিন আবেদন না-মঞ্জুর করে আদালত। এরা হলেন : ৪ নম্বর ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শামসুদ্দোহা আবিদ, ১০ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন, ১নম্বর ওয়ার্ডের আউয়াল মোল্লা, ৫ নম্বর ওয়ার্ডের কেফায়েত হোসেন রনি, ২৬ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির। গতকাল সোমবার দুপুর সাড়ে তিনটায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাহিদ ফারুক শামীমকে হাজির করা হয়।