ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল মহানগর বিএনপি : ওয়ার্ড কমিটি গঠনে ক্ষমতা হারাতে পারেন শীর্ষ নেতারা

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৯, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর বিএনপি : ওয়ার্ড কমিটি গঠনে ক্ষমতা হারাতে পারেন শীর্ষ নেতারা।

নেতৃত্ব নিয়ে বরিশাল মহানগর বিএনপির দু’পক্ষ দুই দিন ধরে রাজধানীতে অবস্থান করছে। তারা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে আলাদা দেখা করেছেন। মিন্টু কী নির্দেশনা দিয়েছেন, তা নিয়েও পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন দু’পক্ষের নেতা মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

এদিকে নাসরিনপন্থি আরেক যুগ্ম আহ্বায়ক হালিম মৃধার ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন পদবঞ্চিত সাবেক ২৫ নেতা। ৪ জানুয়ারি সন্ধ্যায় নগরের সাগরদীতে হামলার ঘটনায় মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে দায়ী করেছেন হালিম মৃধা।

নাসরিন জানান, হালিম মৃধাসহ মহানগরের নেতাদের নিয়ে তিনি বুধবার দুপুরে আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে দেখা করেছেন। মিন্টু হালিম মৃধার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া নগরের ৩০ ওয়ার্ড কমিটি গঠনে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানান, আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা হয়নি। বরং তারা মিন্টুকে জানিয়েছেন, ওয়ার্ড কমিটি গঠনের ওয়ার্মআপ শুরু করেছেন। ফারুক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহানগর কমিটিকে ওয়ার্ড কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন।

জানতে চাইলে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, মহানগর কমিটি বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত তিনজনের পর্যবেক্ষণে থাকবে। কেউ এককভাবে ওয়ার্ড কমিটি করতে পারবেন না।

এদিকে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেনের বর্মণ রোডের বাসভবনে গতকাল রাত ৮টায় একদল যুবক হামলা চালিয়েছে। হামলাকারীরা বাসার জানালার কাচ ও আসবাব ভাঙচুর করেছে। পদবঞ্চিত এই নেতা ঘটনার জন্য মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব গ্রুপকে দায়ী করেছেন। আকবর হোসেনের বাসায় হামলার পর প্রায় এক কিলোমিটার দূরে একই মহল্লায় মহানগর যুগ্ম আহ্বায়ক জহিরুল হক লিটুর বাসায় হামলা চালানো হয়। হামলার প্রতিবাদে পদবঞ্চিত নেতারা রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেছেন।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ওই এলাকায় নবজাগরণ ক্লাবে মাদক ব্যবসা নিয়ে প্রায়ই ঝামেলা হয়। এ নিয়ে হামলা হতে পারে। আবার অভিযোগকারীরা নিজেরা হামলা করেও আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা চালাতে পারে।