ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

১৯,২০,২১ ফেব্রুয়ারি মাহফিল শুরু : আগেই পরিপূর্ণ চরমোনাইর ময়দান

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ১৯,২০,২১ ফেব্রুয়ারি মাহফিল শুরু : পরিপূর্ণ চরমোনাইর ময়দান।

মাহফিল শুরু হতে এখনো একদিন বাকী। ১৯ ফেব্রুয়ারী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে চরমোনাই মাদ্রাসার ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল। আর এ উপলক্ষে রবিবার দূর-দূরান্ত থেকে বিভিন্ন যানবাহন ও লঞ্চে করে মুসল্লীরা আসতে শুরু করেছেন। সোমবার সকাল থেকে মাহফিলগামী অসংখ্য বাস দেখা গেছে ভোলা সড়কে। আনাগোনা দেখা গেছে বরিশাল ভোলা সড়কে। চরমোনাই মাহফিল উপলক্ষে প্রতিবছরের তুলনায় এবার লোক সমাগম আরো বেশি হবে বলে আশা করা হচ্ছে।
চরমোনাই ফাল্গুনের মাহফিল নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত আসেনি বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে। তবে প্রতিবারের মতো এবারও মাহফিল মাঠের পরিধি একই রকম আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সেলের প্রধান শরীয়ত উল্লাহ, সদস্য হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ বলেন, মাহফিলের বিস্তারিত বিষয় নিয়ে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার সম্ভাবনা রয়েছে।

মাহফিলে আগত মুসল্লীদের জন্য চরমোনাই ইউনিয়নের প্রায় ৫ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ৬টি মাঠ প্রস্তুত করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই মুসল্লীদের আগমনে মুখরিত হতে থাকে ময়দান। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালের মধ্যেই পুরো ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। মুসল্লীদের বাঁধভাঙ্গা জোয়ার এখনো চলমান। পরিস্থিতি বলছে ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবারের মধ্যে আশেপাশের গ্রামের ফাঁকা মাঠও পূর্ণ হবে। ১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুর থেকে উদ্বোধনী বয়ান শুরু হবে।

মাহফিলে আগত মুসল্লীদের প্রাথমিক চিকিৎসার জন্য ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। এতে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আরো ৪০ জন চিকিৎসক সমন্বয় প্রদান করবেন। ৪টি এ্যাম্বুলেন্স ও একটি স্পিডবোট মাহফিল হাসপাতাল কার্যক্রমে নিয়োজিত থাকবে। অসুস্থ হয়ে পড়া রোগীকে মাহফিল হাসপাতালে পৌঁছানোর জন্য বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।
মাঠে মাহফিলের শৃঙ্খলা রক্ষায় প্রায় দশহাজার স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা বাহিনী। সারাদেশ থেকে আগত মুসল্লীদের খাবারের জন্য প্রত্যেকটি মাঠের চারিদিকে সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছে। তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলে দ্বিতীয় দিন সারাদেশ থেকে আগত ওলামায়ে কেরামদের নিয়ে ওলামা সম্মেলন ও শেষদিন সকালে সারাদেশ থেকে আগত ছাত্র-জনতাকে নিয়ে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে।

এবছর দেশ-বিদেশের বরেণ্য বেশ কিছু ওলামায়ে কেরাম মাহফিলে অংশ নেয়ার কথা রয়েছে।

ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিলে ৭টি মূল বয়ানের মধ্যে আমীরুল মুজাহিদীন চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ৪টি এবং নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ৩টি বয়ান করবেন। এছাড়াও চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীসহ দেশের শীর্ষস্থানীয় দরবার সমূহের পীররা বয়ান পেশ করবেন বলে জানা গেছে।