ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫

ছারছীনা দরবার শরীফে তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৮, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: শতাব্দী প্রাচীন আধ্যাত্মিক কেন্দ্র ছারছীনা দরবার শরীফে আয়োজন করা হয়েছে ১৩৫তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল। বৃহস্পতিবার বাদ মাগরিব পবিত্র জিকিরের তা’লীম এবং নসীহতের মাধ্যমে মাহফিলের উদ্বোধন করেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা—আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে লাখো ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে ছারছীনা দরবার এলাকায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রিজার্ভ বাস, লঞ্চ, ট্রলার, ট্রাকসহ নানা পরিবহনে করে ছুটে আসছেন পীর ভাই, মুহিব্বীন এবং সাধারণ মুসল্লিরা। মাহফিল ময়দান এবং আশপাশের এলাকা ভরে উঠেছে আধ্যাত্মিক আলোয়।

তিনদিনব্যাপী এ মাহফিলে প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব গুরুত্বপূর্ণ তা’লীম প্রদান করবেন পীর ছাহেব কেবলা। এছাড়া দেশবরেণ্য ওলামায়ে কেরাম, ছারছীনা আলিয়া ও দ্বীনিয়া মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ বিভিন্ন ইসলামী বিষয়ভিত্তিক আলোচনা করবেন।

মাহফিলের আজ প্রথম দিন। আগামী ১ ডিসেম্বর (সোমবার) বাদ জোহর অনুষ্ঠিত হবে আখেরী মুনাজাত, যেখানে লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

দরবার শরীফ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভক্ত-মুহিব্বীনদের সার্বিক সুবিধার্থে বিভিন্ন সেবা-পয়েন্ট, বিশুদ্ধ পানি, খাবার এবং থাকার জায়গারও ব্যবস্থা করেছে আয়োজক কমিটি।

তিনদিনব্যাপী মাহফিলকে কেন্দ্র করে ছারছীনা এখন পরিণত হয়েছে এক অপার ধর্মীয় মিলনমেলায়।