ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫

সড়ক দু.র্ঘট.নায়  নি*হ*ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৭ পরিবারকে বিআরটিএ’র চেক সহায়তা প্রদান 

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১৭, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ও আহত এক পরিবার পেলে সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএর) সরকারি সহায়তা।

সোমবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সাথে মতবিনিময় শেষে তাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় এর সামনে বাস চাপাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মায়িশা ফওজিয়া মীম এর পরিবারকে ৫ লাখ টাকার সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।

এসময়ে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে নিহত অরো ৭ টি পরিবার কে ৩৫ লাখ ও আহত এক পরিবার কে ১ লাখ টাকার মোট ৩৬ লাখ টাকার চেক দেয়া হয়। এসময়ে আরো উপস্থিথ ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুচি কান্ত হাজং, বিআরটিএর সহকারী পরিচালক খালেদ মাহমুদ, মটরযান পরিদর্শক সৌরভ সাহা ও দেবাশীষ বিশ্বাস। সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যরা জেলা প্রশাসন ও বিআরটিএর অর্থ সহায়তা পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন।