ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫

বরিশালে  বীমা কর্মকর্তার বাড়িতে স*ন্ত্রা*সী হা*মলা ও লু*টপা*ট

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১৮, ২০২৫ ২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে  বীমা কর্মকর্তার বাড়িতে স*ন্ত্রা*সী হা*মলা ও লু*টপা*ট।

বরিশাল বিভাগের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামে বীমা কোম্পানীর কর্মকর্তা শাহরিয়াত হোসেন ভূঁইয়ার বাড়িতে গত মঙ্গলবার হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পলায়নের পরে  ওই বাড়িতে চার বার হামলা ও লুটপাটের ঘটনা ঘটলো। এ সময় ভবনের দরজা ভেঙ্গে মালামাল লুট ছাড়াও পুকুর ও ঘেরের মাছ লুট করে নিয়ে গেছে। বাড়িটি বর্তমানে অরক্ষিত রয়েছে। রোববার গৌরনদী মডেল থানায় বীমা কোম্পানীর কর্মকর্তা শাহরিয়াত হোসেন ভূঁইয়া বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামের শাহরিয়াত হোসেন একটি বীমা কোম্পানীর কর্মকর্তা । তিনি এলাকায় একজন সমাজসেবক হিসেবেও পরিচিত। স্থানীয়রা জানান, শাহরিয়াত সৌখিনতার বসে এলাকায় একটি দর্শনীয় বাগান বাড়ি করেন। যেখানে দেশী বিদেশী বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজসহ সৌন্দার্য্যবর্ধন গাছ রয়েছে। বাড়িটি দর্শনীয় স্থান হিসেবেও পরিচিতি পায়। তিনি ঢাকায় থাকলেও মাঝে মাঝে বাড়িতে আসতেন। আওয়ামী লীগ আমলে স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমানের তোপের মুখে পড়ে এক পর্যায়ে বাড়ি রক্ষায় তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

শাহরিয়াত হোসেন অভিযোগ করে বলেন,  গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বিশেষ পদ্ধতি অবলম্বন করে ঘরে ঢুকে প্রতিটি রুমের আলমীরা, ওয়্যারড্রপ, শোকেজ ভেঙ্গে স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পলায়নের পর নলচিড়া ইউনিয়নের একটি রাজনৈতিক দলের লোকজন আমাকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। যে কারনে আমি বাড়িতে আসতে পারিনি। আওয়ামী লীগ সরকার পতনের তিনদিন পর ৮ আগষ্ট রাতে প্রথম আমার বাড়িতে হামলা চালিয়ে একটি ঘর থেকে প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তিতে গত ১৫ আগষ্ট একদল সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ির গাছ ও পুকুরের মাছ লুট করে। আমার বাড়িতে থাকা কেয়ারটেকার আজিজ খানকে (৬৫) গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সন্ত্রাসীরা বাড়ি ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেয়। হুমকির পর থেকে আজিজ খান বাড়িতে দেখভাল করতে  না আসায় পুরো বাড়িটি ফাঁকা ও অরক্ষিত।

আমি কোন রাজনীতি করি না বা রাজনীতির সাথে কোন সর্ম্পক নেই। ৫ আগষ্টের পরে একটি দলের কতিপয় লোকজন আমার বাড়িতে চারদফা হামলা চালিয়ে লুটপাট করেছে। হুমকির মুখে আমি এখনো বাড়িতে আসতে পারিনি। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি ইউনুস ভূঁইয়া বলেন, প্রথমবার হামলার সময় আমি এখানে কর্মরত ছিলাম না। গত মঙ্গলবারের হামলা ও লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরে একজন এসআই পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে মামলা রুজু করা হবে।