ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ৮, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  ::  বরিশাল বিভাগের কুয়াকাটায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ।

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুবলীগ নেতার স্থাপনা নির্মাণ করায় চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী হেলাল আকন। তিনি মহিপুর থানা পুলিশের সহায়তা চেয়েও দখল কর্মকাণ্ড ঠেকাতে পারছেন না। তিনি এখন প্রতিকারে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

হেলাল আকন জানান, তিনি লতাচাপলী মৌজার এস এ ৯৬৪ খতিয়ানের ৩৮ শতক জমি খন্দকার আলী আজম গংদের কাছ থেকে ক্রয় করে ভোগদখল নিয়েছেন। এনিয়ে বিরোধ ছিল বিধায় আদালতের দ্বারস্থ হন। কলাপাড়া সহকারী জজ আদালত গত মার্চ মাসে জমিতে কোনধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞার আদেশ দেন।

 

কিন্তু তা উপেক্ষা করে যুবলীগ নেতা কাদের ফরাজি ও খোকন ফরাজি স্থাপনা নির্মাণ কাজ চলমান রেখেছেন বলে হেলাল আকনের অভিযোগ। কুয়াকাটা পৌর এলাকায় মহাসড়কের কুয়াকাটা ফিলিং স্টেশনের পেছনে এভাবে জোর করে স্থাপনা তোলার কাজ করায় ভুক্তভোগী হেলাল আকন দিশাহারা হয়ে পড়েছেন। বিষয় টি তিনি মহিপুর থানায় জানালে কিছুদিন কাজ বন্ধ করা হয়।

কিন্তু আবার দিন-রাতে সমানে চলছে নির্মাণ কাজ। হেলাল আকন সব শেষ এ বিষয় টি রোববার আদালত কে অবগত করেছেন বলে জানিয়েছেন। অভিযুক্ত কাদের ফরাজি জানান, হেলাল আকন ওই জমির মালিক নন। তিনি যার কাছ থেকে ক্ষমতাপ্ত হয়েছেন সেই মালিকের জমি ওভার সেল দেওয়া।

 

আর আদালত তার উপর কোন নিষেধাজ্ঞা দেননি। তিনি কোনোদিন যুবলীগের রাজনীতি করেননি কিংবা যুবলীগের রাজনীতির সাথে জড়িত নন বলে জানিয়েছেন।

 

মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, তিনি নির্মাণ কাজ বন্ধ করতে উভয় পক্ষ কে নিয়ে বসেছেন। আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে এবং আদালতের সর্বশেষ সিদ্ধান্ত মানার জন্য উভয় পক্ষ কে বলা হয়েছে বলে জানান ।