ঢাকাশুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে চাঁ*দার দাবিতে ব্যবসায়ীকে হ*ত্যা, যুবদল নেতা গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১১, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে চাঁ*দার দাবিতে ব্যবসায়ীকে হ*ত্যা, যুবদল নেতা গ্রেফতার।

দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব এবায়েদুল হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার জানিয়েছেন, বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে এবায়েদুল হাসানকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেন।

ওসি জানান, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি এবায়েদুল হাসানকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মোংলায় যুবদল নেতা গ্রেফতার

মামলার এজাহারে জানা গেছে, গত ১১ আগস্ট পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে বিমানবন্দর থানাধীন বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বকশির চর গ্রামের সুলতান হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ ব্যবসায়ীকে লোহার সাবল দিয়ে পিটিয়ে হত্যা করে তৎকালীন উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়েদুল হাসান ও তার সহযোগীরা।

এ ঘটনায় এবায়েদুল হাসান, তার সহযোগী সোহেল ও মিঠুসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন নুপুর। এ মামলার প্রধান আসামি উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়েদুল হাসান চাঁদশাপা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের মৃত সেকান্দার আলী ছেলে। হত্যার ঘটনার পর গত ২২ আগস্ট অভিযুক্ত যুবদল নেতার সাংগঠনিক পদ স্থগিত করে জেলা যুবদলের নেতৃবৃন্দ।

মামলার বাদী বলেন, সরকার পতনের পর এবায়েদুল তার স্বামী মনিরজ্জামান জুয়েলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার দিন জুয়েলের খোঁজে এবায়েদুলের নেতৃত্বে অভিযুক্তরা বাড়িতে এসে গালিগালাজ করে এবং বাড়ির গেটে লাগানো সিসি ক্যামেরা ভাঙচুর করে।

এ সময় তার শ্বশুর (নিহত সুলতান) ঘর থেকে বেরিয়ে গালিগালাজের কারণ জানতে চায়। এতে ক্ষুব্ধ হয়ে লোহার সাবল দিয়ে আঘাত করলে সুলতান হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন।