
নিজস্ব প্রতিবেদক :: সরকারি বিএম কলেজে তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের শিক্ষা উপকরণ প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রশিবিরের উদ্যোগে তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানসিক অনুপ্রেরণায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে ডিগ্রি হলের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, পরবর্তীতে মহত্মা অশ্বিনী কুমার দত্ত (ডিগ্রি হল), ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক (মুসলিম হল), কবি জীবনানন্দ (হিন্দু হল) এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
ছাত্রশিবির বিশ্বাস করে, আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে শুধু পাঠ্যবই নয়, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ।