
নিজস্ব প্রতিবেদক :: লোডশেডিং : অন্ধকারে গোটা দক্ষিণাঞ্চলবাসী
বরিশাল জাতীয় গ্রীড লাইন বিপর্যয় থেকে একের পর এক উৎপাদন কেন্দ্র বিকল হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলের অধিকাংশ গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছে। শনিবার বিকেল ৫.৫০টায় গোপালগঞ্জের আমিন বাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ার পর থেকে এই ব্ল্যাক আউট হয়। রাত পৌঁনে ৮টায় কয়েকটি সচল উৎপাদন কেন্দ্রের মাধ্যমে বরিশালসহ দক্ষিণাঞ্চলে চাহিদার এক-চতুর্থাংশ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ফলে বরিশাল নগরীসহ বিভাগের গুরুত্বপূর্ণ এলাকায় সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ চলছে। তবে এখন পুরোপুরি অন্ধকারে রয়েছে অধিকাংশ জনপদ। এতে করে গরমে চরম ভোগান্তিতে পড়েছে জনসাধারণ।
এদিকে অন্ধকারে অপরাধ কর্মকাণ্ড ঠেকাতে বরিশাল নগরীসহ বিভাগজুড়ে সেনাবাহিনীসহ আইন শৃংখলা বাহিনীর টহল ছিল চোখে পরার মত।
পাওয়ার গ্রিড বাংলাদেশের এক বার্তায় জানা গেছে, বরিশালের সামিট, ইউনাইটেড, পায়রা ও তালতলী তাপ বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ভোলার ২২৫ মেগওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং গোয়ালপাড়া ও ভেড়ামাড়া গ্রীড সাব-স্টেশনের সাথে যুক্ত বরিশাল ১৩২/৩৩ কেভী গ্রীড সাব-স্টেশনের মাধ্যমে দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ছাড়াও ৪২৫/১৩২ ও ২২৫/১৩২ গ্রীড সাব-স্টেশনের সাথে একাধিক ৩৩/১১ কেভি সাব-স্টেশনের মাধ্যমে এ অঞ্চলে বিদ্যুৎ সরবারহ করা হয়ে থাকে।
কিন্তু শনিবার বিকেল ৫.৫০টায় আকষ্মিকভাবেই প্রথমে গোয়ালপাড়া পরে ভোড়ামাড়ার পর একে একে সবগুলো গ্রীড লাইনই ট্রিপ করায় বরিশালসহ দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় হয়। এ অবস্থার মধ্যে পিজিসিবি, পিডিবি এবং ওজোপাডিকো’র প্রকৌশলী ও কর্মীরা ‘অপারেশন ব্লাক আউট’ পদ্ধতিতে পরিস্থিতি মোকাবেলা করে কয়েকটি ছোট উৎপাদন ইউনিট চালু করে সন্ধ্যা ৬.৫৭ মিনিটে বরিশাল ১৩২/৩৩ কেভি ও কলাডেমা গ্রীড সাব-স্টেশনগুলোতে স্টেশন লোড পৌঁছে দেয়া হয়। এরপর বরিশাল নগরীসহ দক্ষিণাঞ্চলের বড় শহরগুলোতর সীমিত পরিসরে বিদ্যুতিক সুবিধা পায় গ্রাহকরা।
রাত পৌনে ৮টায় সচল উৎপাদন কেন্দ্রগুলো থেকে পিজিসিবি বরিশালসহ দক্ষিণাঞ্চলে চাহিদার এক-চতুর্থাংশ বিদ্যুৎ সরবরহ করেছে। সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে গুমোট গরমের সাথে ঘুটঘুটে অন্ধকারে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে।
বরিশাল নগরীর সদর রোডের চা দোকানদার জামাল হোসেন বলেন, বিদ্যুৎ আসলেও কিছু সময় পরপর লোডশেডিং হচ্ছে। এ কারণে গরমে চরম ভোগান্তি রয়েছি।
ঝালকাঠির বৃদ্ধ মোবারক আলী বলেন, সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। প্রচণ্ড গরমে অসুস্থবোধ করছি। দ্রুত সমস্যা সমাধান করে বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তিনি।
বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য (বিতরণ ও পরিচালন) আব্দুর রহিম মল্লিক বলেন, বরিশাল নগরী বাদে পুরো জেলাসহ, ঝালকাঠি, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিদ্যুৎ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন ধীরে ধীরে সরবরাহ বাড়ছে।
দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বলেন, গোপালগঞ্জের আমিন বাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় এই ব্ল্যাক আউট হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। সমস্যার সমাধান হতে আরও কিছু সময় লাগবে।
বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, লোডশেডিংয়ের সময় অপরাধ রোধে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে বলে জানান তিনি।