
নিজস্ব প্রতিবেদক :: শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সরঞ্জামাদি সহ যেসব সংকট রয়েছে তা পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ অধিদপ্তরের সচিব সাইদুর রহমান। গতকাল শনিবার দুপুর ১টায় হাসপাতালের মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শেবাচিম হাসপাতালে ডায়ালায়সিস সেবা বাড়াতে বেড বাড়ানো সহ অনান্য সহযোগিতার দেয়া হবে।
এছাড়া টিবি ও এইচআইভির চিকিৎসা সেবা সহজ করতে সমন্বিত চেষ্টা থাকতে হবে। পরিবেশ সুন্দর রাখতে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন তিনি। মতবিনিময় সভায় এইচআইভি ও টিবির পুরো প্রোগ্রাম তুলে ধরা হয়। পরে সেবা ও সমস্যা নিয়েও আলোচনা করা হয়।
এসময় স্বাস্থ অধিদপ্তরের মহাপরিচালক ডা: মোঃ আবু জাফর, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, চিকিৎসক সহ অনান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন?