ঢাকাসোমবার , ২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা থেকে ন*র*সিং*দী*তে নিয়ে ধ*র্ষ*ণ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শাহপরান (৩০) নামের রাইড শেয়ারের এক মোটরসাইকেলচালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করে পলাশ থানা–পুলিশ।

আজ রোববার দুপুরে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করার পর শাহপরান নারীকে ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তিনি কেরানীগঞ্জের তারানগরের বটতলী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গত ২৮ মে বিকেলে চিকিৎসক দেখানোর জন্য শ্যামলী যেতে রাজধানীর মিরপুর–১২ নম্বর থেকে ওই নারী রাইড শেয়ারের মোটরসাইকেলে ওঠেন। কিন্তু ওই নারীকে গন্তব্যে পৌঁছে না দিয়ে রাত সোয়া ৯টার দিকে নরসিংদীর পলাশের ঘোড়াশালের ভাগদী এলিট স্টিল কারখানার সামনে নিয়ে যান শাহপরান। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। এ সময় নারীর সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি হত্যার হুমকি দিয়ে মুঠোফোন ব্যাংকিংয়ের মাধ্যমে স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন তিনি।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে পলাশ থানা–পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পরদিন ২৯ মে ভুক্তভোগী নারী শাহপরানের নাম উল্লেখ করে সহায়তাকারী হিসেবে অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে পলাশ থানায় মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল মধ্যরাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শাহপরানকে গ্রেপ্তার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, আদালতে হাজির করা হলে ওই নারীকে ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাহপরান।