ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫

শেখ হাসিনাকে আ*ত্ম*স*ম*র্প*ণের নি*র্দে*শ দিয়ে বি*জ্ঞ*প্তি জারি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৭, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: জুলাই-আগস্টের গণহত্যা মামলায় পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৭ জুন) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন, যা দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সাত দিনের মধ্যে তারা হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই মামলার বিচার প্রক্রিয়া চলবে। পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ২৪ জুন।

এর আগে, সোমবার ট্রাইব্যুনাল দুই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল। মামলার অপর আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এদিন আদালতে উপস্থিত ছিলেন।

গত ১ জুন এই মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে অভিযোগ পাঠ করে শোনান, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

গত ১২ মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেখানে জুলাই-আগস্টের গণহত্যার নির্দেশদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়।

এর আগে ১৭ ডিসেম্বর আরও দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। ওই আন্দোলনে প্রায় দেড় হাজার নিরস্ত্র মানুষ প্রাণ হারান বলে তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে।