ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ৯ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ তিনজনের বিরুদ্ধে মামলা

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৯, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: নবম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ এবং ভিডিও করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে উজিরপুর থানার ওসি কে এফআইআর করার নির্দেশ দেন। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন উজিরপুরের পূর্ব জয়শ্রী গ্রামের শাহিনুর বেগম। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন : একই এলাকার আকবর আলীর ছেলে ইমরান হোসেন, রিপন বিশ্বাস, লুৎফর বিশ্বাস। বাদি মামলায় উল্লেখ করেন-তার মেয়ে উজিরপুর এবিএস মাধ্যমিক বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্রী। মামলার এক নম্বর আসামি ইমরান হোসেন বাদির কন্যাকে স্কুলে আসা-যাওয়ার পথে কু-প্রস্তাব দিত। একথা বাদির কন্যা তার বাবা-মাকে জানালে ইমরানকে ভালো হয়ে চলার জন্য বলে। এছাড়া ইমরানের বাবা-মাকে ঘটনাটি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ২০২৫ সালের ২৯ শে জুলাই বাদির কন্যা স্কুল থেকে বাসায় ফেরার পথে ইমরান হোসেনের দোকানের সামনে আসলে আসামি ইমরান হোসেন বাদির কন্যাকে মুখ চেপে দোকান ঘরের মধ্যে নিয়ে নিয়ে যায়। এরপর মুখে গামছা বেঁধে জোরপূর্বক বাদীর কন্যাকে ধর্ষণ করে। একই সঙ্গে ধর্ষণের ভিডিও ছবি ধারণ করে। আসামি এ কথা কাউকে না বলার জন্য হুমকি দেয়। ধর্ষণ এবং ভিডিও ধারণের কথা প্রকাশ করলে ওই ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেবার হুমকি দেয়। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী অজিবর রহমান।