ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫

বরিশালে থেমে থেমে বৃ*ষ্টি, রা*স্তাঘাটে জলাব*দ্ধ*তা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৮, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সোমবার সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। নিম্নাঞ্চলগুলোতে হাঁটু পানি জমে গেছে, রাস্তাঘাট হয়ে পড়েছে চলাচলের অযোগ্য। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে রুপাতলী, নথুল্লাবাদ, কাউনিয়া ও কাশিপুর এলাকায় পানি জমে যানজটের সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। প্রশাসনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।