
নিজস্ব প্রতিবেদক :: বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা ইসলাম জেসমিনের বিরুদ্ধে স্বাস্থ্য সহকারী জাকির হোসেনকে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনা অস্বীকার করে ডাঃ সানজিদা ইসলাম জেসমিন সাংবাদিকদের বলেন, “আমি শুনেছি স্বাস্থ্য সহকারী জাকির হোসেন অফিসে এসে কয়েকজন স্টাফের সাথে মারামারি করেছে। আমি তাকে হেনস্তা করেছি এই অভিযোগটি মিথ্যা। আমি এই বিষয়টি ইউএনও এবং ওসি কে জানিয়েছি।
স্বাস্থ্য সহকারী জাকির হোসেন অভিযোগ করেন, কে বা কারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা ইসলাম জেসমিনের বিরুদ্ধে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন, তা আমি জানিনা। বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে ডাঃ সানজিদা ইসলাম জেসমিন কয়েকজন সহযোগি (অফিস স্টাফ) নিয়ে আমাকে হেনস্তা করেন এবং বদলি করার হুমকি দেন। আমি স্যারকে বিষয়টি বুঝানোর চেষ্টা করি যে, আমি তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানিনা। তারপরেও তিনি আমার কথার কর্ণপাত না করে আমাকে হেনস্তা করেন। আমি তার চেয়ে বয়সে অনেক বড়।
এঘটনার পর অফিসে অন্যান্য স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। একপর্যায়ে ডাঃ সানজিদা ইসলাম সকল স্টাফদের তার কক্ষে ডেকে এনে বৈঠক করেন। একঘন্টারও বেশি সময় ধরে তিনি এ বৈঠক করায় সেবা নিতে আসা রোগীরা ভোগান্তীর শিকার হন।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, ওই অফিসে হাতাহাতির কথা শুনেছি। কিন্তু সিসি ক্যমেরায় এমন কিছু দেখা যায়নি। ডাঃ জেসমিন এ বিষয়ে প্রথমে আমাকে কিছু জানায় নাই । শুনেছি তিনি বিষয়টি ইউএনও এবং ওসিকে বিষযটি জানিয়েছেন।