
নিজস্ব প্রতিনিধি :: বরিশাল বিভাগীয় কওমি মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে ১৯ নভেম্বর, বুধবার সকাল ৯টা থেকে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দিনব্যাপী উলামা–মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের প্রখ্যাত উলামা ও মাশায়েখরা উপস্থিত থাকবেন। আয়োজকদের আশা, কমপক্ষে ২৫–৩০ হাজার মানুষ অংশগ্রহণ করবেন।
বিদেশি অতিথিদের মধ্যে থাকবেন আল্লামা ইলিয়াস গুম্মান (পাকিস্তান) এবং আল্লামা হোসাইন আহমদ পালংপুরী (ভারত)। দেশীয় উলামা ও মাশায়েখদের মধ্যে থাকবেন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব, চরমোনাই), মাওলানা মাহফুজুল হক (মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ), মাওলানা মুহাম্মদ মামুনুল হক (শারদুল হাদিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকা), মাওলানা জিকরুল্লাহ খান (মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম, ফরিদাবাদ, ঢাকা), মুফতী রেজাউল করিম আবরার, মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব, মধুপুর), মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), মাওলানা ওবায়দুল্লাহ হামজা (প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদীস, জামিয়াতুন নূর, চট্টগ্রাম), মুফতী সাখাওয়াত হুসাইন রাজী (মুহাদ্দিস ও শুরা সদস্য, জামিয়া কুরআনিয়া আরাবিয়া, লালবাগ, ঢাকা) এবং মাওলানা হামযা শহীদুল ইসলাম (চেয়ারম্যান, আল-মারকাযুল ইসলামী, ঢাকা, সহ আরও বিশেষ মেহমানগণও উপস্থিত থাকবেন।
সম্মেলনের মূল লক্ষ্য হলো কোরআন ও হাদিসের আলোকে ইসলামী শিক্ষার প্রসার, নৈতিকতা ও শান্তি প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে ইসলামী ভাবধারায় উদ্বুদ্ধ করা। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, মঞ্চ ও প্যান্ডেল স্থাপন করা হয়েছে। দুপুরে অংশগ্রহণকারীদের জন্য মেহমানদারীরও ব্যবস্থা করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
সূত্র: মাওলানা রুহুল আমিন, সেক্রেটারি, বরিশাল বিভাগীয় কওমি মাদরাসা ঐক্য পরিষদ


