
নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় দুমকি থানা পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে বরিশাল বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের দক্ষিণ চরআইচা গ্রামের শিপন হাওলাদার (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৃত খালেক হাওলাদারের ছেলে।
দুমকি থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি সন্দেহজনক ঘোরাফেরা করায় শিপনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার আচরণে সন্দেহ হওয়ায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা জানান, শিপনের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, জুয়া পরিচালনা এবং মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগ বহুদিনের। কয়েক মাস আগে তার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এছাড়া, গত বছর বরিশালে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় শিপন ও তার ভাই রিপন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের সহযোগী হিসেবে যুবলীগ নেতা মনির খানের নামও উঠে এসেছে। সেই সময় পুলিশ অভিযানে গিয়ে রিপনকে গ্রেফতার করলেও শিপন পালিয়ে যান। বর্তমানে রিপন বরিশাল কারাগারে রয়েছেন।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “ডাকাতির প্রস্তুতির অভিযোগে শিপনকে আটক করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”