
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ জুন) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে বরিশাল (সংশোধিত) সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী কারিকর বিড়ি ফ্যাক্টরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান আরও জানান, জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে বরিশাল (সংশোধিত) বিএনপির কার্যালয় অগ্নিসংযোগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলা।বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
এদিকে তার আটকের খবরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি অংশ দাবি করছে, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা।