ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকারের কাউনিয়া থানা বার্ষিক পরিদর্শন

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আজ সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৪টা ৩০ মিনিটে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার, পিপিএম কাউনিয়া থানা বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।

এ ছাড়াও তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, কিশোর অপরাধসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সার্বিক কার্যক্রমের বিষয়ে বিশেষ দিক-নির্দেশনা দেন।

পরিদর্শনকালে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল নিশাতসহ থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।