
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভরপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি পদে দেখতে চায় তৃণমূল বিএনপির নেতা কর্মীরা। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে দাদুরহাট বাজারে ওয়ার্ড বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা কর্মীসভা করেছে।
তৃণমূল নেতা-কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে ৫নং ওয়ার্ডের বিএনপির কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছিল। দলের অনেক কর্মসূচি এখানে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সাম্প্রতিক সময়ে ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাসুদ খানের অব্যাহতিপত্র প্রত্যাহার হলে দলের কার্যক্রম চাঙ্গা হয়ে ওঠে। জনসমর্থন অনুযায়ী এ ওয়ার্ডের সভাপতি পদে মাসুদ খানের বিকল্প নেই।
দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ৫নং ওয়ার্ডে বিএনপির সভাপতি পদে মাসুদ খানকে দেখতে চায়। মাসুদ খান সাংবাদিকদের বলেন, তিনি বিএনপি পরিবারের সন্তান। ভরপাশা ইউনিয়ন বিএনপির রাজনীতিতে তার অনেক ত্যাগ রয়েছে। এলাকার একটি কুচক্রীমহল ব্যক্তিগত ফায়দা হাসিল করতে দলের অভ্যন্তরীণ নোংরা রাজনীতির শিকার হয়ে উপজেলা বিএনপি নেতাদের ভুল বুঝিয়ে তাকে বিএনপি থেকে অব্যাহতি দিয়েছিল।
সাম্প্রতিক সময় তিনি জেলা নেতৃবৃন্দের কাছে তার অব্যাহতি আদেশ প্রত্যাহারের আবেদন জানালে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ প্রত্যাহার করে নেয়। আর এতেই দলের ভেতর ঘাপটি মেরে থাকা নব্য বিএনপির একটি গ্রুপের মাথা খারাপ হয়ে যায়। তিনি আরো বলেন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে সাবেক এমপি জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের বিকল্প নেই।
বিএনপির রাজনীতি করে তিনি ও তার পরিবার মামলা হামলা শিকার হয়েছেন। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ থেকে আসা একটি পরিবার ব্যক্তিগত ফায়দা হাসিল করতে তিনি ও সাবেক এমপি আবুল হোসেনকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। ওই গ্রুপটিকে তিনি হীন এ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা এর দাঁতভাঙ্গা জবাব দিবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।