
রুপন কুমার দাস :: আগামী বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন বরিশাল নগরবাসীর একটি বড় অংশ।
বরিশাল বিভাগীয় শহর হলেও উন্নয়নে পিছিয়ে।
জনগণের অভিমত অনুযায়ী, বরিশাল দীর্ঘদিন ধরেই উন্নয়নের দিক থেকে দেশের অন্যান্য বিভাগীয় শহরের তুলনায় পিছিয়ে আছে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, উত্তরাঞ্চলের রাজশাহী ও শিল্পাঞ্চল খুলনায় যেখানে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে—বরিশাল সেখানে প্রায় অবহেলিতই রয়ে গেছে।
নগরবাসীর অভিযোগ, বরিশালে নেই একটি আধুনিক স্টেডিয়াম কিংবা বড় আকারের ক্রীড়া কমপ্লেক্স। এতে যুবসমাজ খেলাধুলার সুযোগ না পেয়ে ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। অথচ একটি আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়ানির্ভর সামাজিক পরিকাঠামো থাকলে তরুণদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি মাদকের করাল গ্রাস থেকেও রক্ষা করা যেত।
প্রয়োজন রেললাইন, শিল্প-কারখানা ও ৬ লেনের মহাসড়ক
বরিশালবাসীর আরেকটি বড় দাবি—নগরী থেকে সড়কপথের আধুনিকীকরণ। রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য একটি ছয় লেনের মহাসড়ক ও একটি পূর্ণাঙ্গ রেললাইন বরিশালের জন্য সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। রেললাইন বরিশালে পৌঁছালে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
এছাড়া, বরিশালে নেই উল্লেখযোগ্য শিল্প কারখানা বা অর্থনৈতিক অঞ্চল। ফলে প্রতিনিয়ত হাজারো শিক্ষিত যুবককে রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলে পাড়ি জমাতে হচ্ছে কাজের সন্ধানে। স্থানীয় পর্যায়ে মিল-ফ্যাক্টরি, গার্মেন্টস, কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি নগরীর অর্থনীতিতেও গতি আসবে।
জনগণের আস্থা ফয়জুল করীমের প্রতি
বিআইপি রোডের বাসিন্দা মোহাম্মদ আরিফ ইসলাম বলেন, “আমাদের বরিশাল অনেক পিছিয়ে আছে। উন্নয়নের জন্য একজন দূরদর্শী, সাহসী ও সৎ নেতৃত্ব দরকার। সেই নেতৃত্ব দিতে পারেন ফয়জুল করীম সাহেব। তিনি একজন আদর্শ মানুষ, যার প্রতি মানুষের আস্থা আছে। আমরা চাই এবার তিনি মেয়র হোন।”
আরেক বাসিন্দা সেলিম হোসেন বলেন, “আমরা শুধু রাজনৈতিক শ্লোগান শুনতে চাই না, আমরা কাজ দেখতে চাই। রাস্তাঘাট, ড্রেনেজ, খেলার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল—সব কিছুতেই আমরা উন্নয়ন চাই। ফয়জুল করীম যদি এগিয়ে আসেন, আমরা তাকে সমর্থন করবো।”
রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন, “ফয়জুল করীম একজন ভিন্নধারার রাজনীতিক। ধর্মীয় মূল্যবোধ, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সদিচ্ছা থাকলে সিটি করপোরেশন পরিচালনায় তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। তাঁর নেতৃত্বে বরিশাল নগরীতে উন্নয়নের বাস্তব প্রতিফলন ঘটতে পারে।”
বরিশাল নগরীর উন্নয়ন আজ সময়ের দাবি। আধুনিক নগরায়ন, যোগাযোগব্যবস্থা, খেলাধুলা, কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতার জন্য দরকার সাহসী ও স্বচ্ছ নেতৃত্ব। নগরবাসীর একাংশ বিশ্বাস করে, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সেই পরিবর্তনের প্রতীক হতে পারেন। এখন দেখার বিষয়—দলীয় মনোনয়ন ও তাঁর নির্বাচনী সিদ্ধান্ত কী আসে, এবং সেই আলোকে বরিশালের ভবিষ্যৎ কোন পথে অগ্রসর হয়।