ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে বরিশাল বিএম কলেজের ৪৭ প্রভাষক

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৫ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে বরিশাল বিএম কলেজের ৪৭ প্রভাষক।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ৪৭ জন প্রভাষক পদোন্নতির দাবিতে আজ রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। তারা সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন।

প্রভাষকদের অভিযোগ, পদোন্নতির জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা— সন্তোষজনক এসিআর,বিভাগীয় ও সিনিয়র স্কেল পরীক্ষায় পাস, বুনিয়াদি প্রশিক্ষণ, নথিপত্র—নিয়ম অনুযায়ী সম্পন্ন করা সত্ত্বেও তাদের পদোন্নতির ফাইল বছরের পর বছর ধরে মন্ত্রণালয়ে আটকে রয়েছে। কেউ ছয় বছর, কেউ দশ বছর, আবার কেউ তেরো বছর ধরে প্রভাষক পদে কর্মরত থাকলেও এখনো পদোন্নতি হয়নি।

আন্দোলনকারী এক প্রভাষক জানিয়েছেন, সরকারি বিধিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ করলে পাঁচ বছরের মধ্যে পদোন্নতি পাওয়া উচিত। কিন্তু তার এক এডমিন ক্যাডারের বন্ধুর পাঁচ বছর পর পদোন্নতি হলেও, তিনি এবং তার কলেজের অন্যান্য প্রভাষকদের ১২ বছরেও পদোন্নতি মেলেনি। তিনি বলেন, বিষয়টি লজ্জার। তাই বাধ্য হয়ে আমরা ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি শুরু করেছি।

কর্মবিরতির কারণে বিএম কলেজের ক্লাস, ইন-কোর্স, রুটিন পরীক্ষা, ফরম পূরণ, অ্যাসাইনমেন্টসহ সব একাডেমিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। প্রভাষকদের দাবি দ্রুত পদোন্নতির আদেশ জারি করতে হবে। অন্যথায় তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।