ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ক*র্ত*ব্যে অব*হে*লা, যোগদানের ১৯ দিন পর ওসি প্র*ত্যা*হা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৪, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: কর্তব্যে অবহেলাসহ আদেশ অমান্য করার কারণে যোগদানের মাত্র ১৯ দিনের মাথায় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে প্রত্যাহার করা হয়েছে একই থানার দুজন উপপরিদর্শককেও (এসআই)।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া সই করা এক আদেশে বিষয়টি জানানো হয়।

প্রত্যাহার হওয়া কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনকে ময়মনসিংহ পুলিশ লাইনস, এসআই মোজাম্মেল হোসেনকে জামালপুর জেলা পুলিশ লাইনস এবং রিজার্ভ অফিসের এসআই মো. জাহাঙ্গীর আলমকে নেত্রকোনা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে কর্তব্যে অবহেলা ও কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য তথা অসদাচরণকে দায়ী করা হয়েছে।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক।

এর আগে চলতি মাসের ৪ জুন কোতোয়ালি মডেল ওসি হিসেবে যোগদান করেন মুহাম্মদ ফিরোজ হোসেন। তিনি যোগদানের পর থেকেই নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

অব্যাহতভাবে চুরি, ছিনতাই, চাঁদাবাজিদের দৌরাত্ম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন করেন বাংলাদেশ ক্লিনিক ডায়াগনস্টিক অ্যান্ড অনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। তবুও অব্যাহত ছিল অপরাধমূলক কর্মকাণ্ড। এরইমধ্যে থানা থেকে ওসিকে প্রত্যাহার করা হয়।