ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁ*দা*বা*জি করতে গিয়ে দোকানদারের দাড়ি ধরে হেন*স্তা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৪, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: মানিকগঞ্জের ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এক কম্পিউটার ব্যবসায়ীকে মারধর করে নাসিম নামের একজন। এই ঘটনার ভিডিও অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এমনকি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন।

ভুক্তভোগীর নাম আলী আজম মানিক, তিনি ‘মানিক কম্পিউটার’ নামক একটি দোকানের মালিক। সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় নাসিম ভূঁইয়া নামে এক ব্যক্তি আলী আজম মানিকের দাড়ি ধরে টানাটানি করে এবং তাকে মারধর করে। এ ঘটনায় ভুক্তভোগী মানিক ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত নাসিম প্রায়ই মানিকের দোকান থেকে বিভিন্ন কাজ করে নিতেন। তবে কাজের সঠিক পারিশ্রমিক দিতেন না। ঘটনার দিন নাসিম দোকানে এসে জরুরি ভিত্তিতে একটি কাজ করে দিতে বলেন। কিন্তু মানিক তখন অন্য এক গ্রাহকের কাজ করছিলেন, তাই একটু অপেক্ষা করতে বললে নাসিম ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ বিষয়ে ভুক্তভোগী আলী আজম মানিক জানান, হামলার শিকার হয়ে ডাক-চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করেন এবং পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমাকে এখানে দোকান করতে না দেওয়ার হুমকি দিয়েছেন। আমার এই দোকানই একমাত্র সম্বল। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

স্থানীয় সোহেল রানা বলেন, নাসিম ভূঁইয়া আগে আওয়ামীলীগের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করতো, সরকার পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং এর আগেও তিনি এ ধরনের একাধিক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত নাসিম ভূঁইয়া বলেন, ‘আমি একটি জমির নামজারির আবেদন নিয়ে দোকানে যাই। সে প্রথমে আমাকে সন্ধ্যায় আসতে বলে। পরে গেলে নানা অজুহাতে ঘোরাতে থাকে এবং শেষে কাজ না করার কথা জানায়। আমি চলে আসছিলাম, তখন সে আমাকে গালি দিলে আমি তাকে কিল-ঘুষি মারি।’ তবে দাড়ি ধরে টানার অভিযোগ অস্বীকার করেন তিনি।

দলীয় পরিচয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বিএনপি করি, তবে কোনো পদে নেই। রাজনৈতিক প্রভাব খাটানোর প্রশ্নই আসে না।

এ বিষয়ে ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: ওয়াজেদ আলী মিষ্টার বলেন, নাসিম ভূইয়া বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। তবে নাসিমের ভাই আমিজ ভূইয়া একসময় ঘিওর সরকারি কলেজের জাতীয়তাবাদী প্যানেল থেকে ভিপি ছিলেন। বর্তমানে ঠিকাদারি ব্যবসা করে।

ঘিওর থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় আলী আজম মানিক থানায় লিখিত অভিযোগ করেছেন। নাসিম ভূইয়া ওই কম্পিউটার দোকানে কাজ করাতে চান। কিন্তু আগের টাকা না দিলে কাজ করবে না বলার পর নাসিম ভূইয়া আলী আজম মানিককে মারধর করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।