
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড টেংরাখালী গ্রামের সংখ্যালঘুদের উপর প্রাণনাশের হুমকির জেরে একই এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদারের (৪০) বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রবিবার (২২ মে) রাত ৯ টার দিকে ফরিদ হাওলাদার তার ব্যবহৃত মুঠোফোন থেকে রবিন চন্দ্র শীল ও তার বাবা বাবুল চন্দ্র শীলের ব্যবহৃাত মুঠোফোনে কল করে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং তাদেরকে পরবর্তীতে সুযোগমতো পেলে খুন-জখম করবে, মিথ্যা মামলা ফাঁসাবে বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
ডায়রি সূত্রে জানা যায়, হাওলাদারের সাথে রবিন চন্দ্র শীলের আগে থেকেই জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে ফরিদ হাওলাদার, আনোয়ার হাওলাদার, সরোয়ার হাওলাদারসহ অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি প্রতিনিয়ত তাদের হুমকি-ধামকি দিয়ে আসছে। এমনকি রবিন ও তার পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতিসহ জান-মালের ক্ষতি সাধনের হুমকি প্রদান করে আসছে। এদিকে ফরিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সি.আর মামলা নং- ২৭২/২৫, ৪৪২/২৪ দায়ের করা হয়েছিল। যা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন- অভিযােগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে