ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বিভিন্ন অভি*যোগে আ*ট*ক ৭

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৯, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে ডাকাতি, মাদক, মাতলামি ও অবৈধ মাছ ধরার জাল ব্যবহারের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সজিব হোসেন (২৩) এবং সিফাত হোসেন (২৪) নামের দুই যুবককে।

শনিবার রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা গত ২৪ মে কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর এলাকার কেশব ডাক্তারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে জানায় পুলিশ।

এছাড়া মাতলামির অভিযোগে পৌরশহর এলাকা থেকে রায়হান এবং শাকিব গাজীকে এবং মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রুবেল হোসেনকে আটক করা হয়।

অন্যদিকে, নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে আরও দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, “গ্রেফতারকৃতদের পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।”