ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

একটি বাস ও একটি মিনিবাসের সংঘ*র্ষে বাস পু*ড়ে ৩৮ জনের মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৩০, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি বাস ও একটি মিনিবাসের সংঘর্ষে প্রায় ৪০ জন নিহত হয়েছেন। সংঘর্ষে দুটি গাড়িই আগুনে পুড়ে যায়। এতে এই প্রাণহানি হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা আলজজিরা।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবাতে বাসের একটি টায়ার পাংচার হয়ে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২৯ জুন) প্রেসিডেন্সির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনায় মোট ৩৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুজন নারীও রয়েছেন। সম্পূর্ণ পুড়ে যাওয়ার কারণে ৩৬টি মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি।’

প্রেসিডেন্সি আরও জানিয়েছে, আহত ২৮ জনের মধ্যে ছয়জন এখনো চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি।

দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান শোকাহত পরিবারের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ জানিয়েছেন এবং আহতদের ‘দ্রুত আরোগ্য’ কামনা করেছেন। তানজানিয়ার সড়কে ঘন ঘন মারাত্মক দুর্ঘটনা ঘটছে। তাই সড়ক নিরাপত্তা কঠোরভাবে মেনে চলার আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট।

সাম্প্রতিক বছরগুলোয় দেশটির সরকার সড়ক দুর্ঘটনা রোধে বারবার আহ্বান জানিয়েছে, যা বিভিন্ন সড়ক নিরাপত্তা প্রচারণা সত্ত্বেও দেশকে দুর্দশাগ্রস্ত করে তুলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে তানজানিয়ায় আনুমানিক ১৩ হাজার থেকে ১৯ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, যা সরকারের সরকারি ৩ হাজার ২৫৬ জনের মৃত্যুর সংখ্যার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।